এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া পৌরসভাধীন মাগুরা আবাসিক এলাকার আব্দুর রহমানের বাগান বাড়ীর ভাড়াটিয়া রাসেল মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে জাল টাকা কারবারী কামরুল ইসলাম (২৬) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নিকট হতে এক হাজার টাকার ৫টি ও ৫শ টাকার একটি জাল নোট, সর্বমোট ৫হাজার ৫শ টাকার জাল টাকা উদ্ধার করেন। আটক কামরুল ইসলাম জুড়ি থানার দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুল মনাফের ছেলে।
পুলিশ জানায়, কামরুল ইসলাম ও তার সহযোগী কুলাউড়া থানার মনসুর গ্রামের ছাতির মিয়ার ছেলে রাসেল মিয়া জাল টাকার নোটকে আসল টাকার নোট হিসাবে থানা এলাকার বাজারের বিভিন্ন দোকানদার এবং সহজ সরল জনগনের কাছে কৌশলে বিলি করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অবৈধ জাল টাকা কারবারীদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। #
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply