কুলাউড়ার আলী নগর সীমান্ত এলাকায় বিজিবির অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ার আলী নগর সীমান্ত এলাকায় বিজিবির অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন

কুলাউড়ার আলী নগর সীমান্ত এলাকায় বিজিবির অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন

  • শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

বিজিবির বিরুদ্ধে অন্যায়ভাবে যুবককে আটক করে ইয়াবা দিয়ে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকার ব্যবসায়ীর পুত্র সুহেল আহমদ মোটরসাইকেল মেকানিককে বিজিবি কর্তৃক অন্যায়ভাবে আটক ও ইয়াবা দিয়ে মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে ক্ষোভে ফুসছে স্থানীয় বাসিন্দারা। ২৫ ফেব্রুয়ারি শুক্রবার এলাকাবাসী বিজিবির অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে ও নিরীহ মোটরসাইকেল মেকানিক সুহেল আহমদের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

এ বিজিবির অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে গত ২০ ফেব্রুয়ারি এলাকাবাসী দেড়শতাধিক মানুষ গণস্বাক্ষর দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে এলাকাবাসী একটি লিখিত আবেদন করেছেন।

পৃথিমপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্বাছ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা উছমান আলী, সবাব আলী হাছিব খান, প্রবীন মুরুব্বি নজির মিয়া, আব্বাছ আলী, জাফির আহমদ, সুহেল আহমদ, উছমান আলী, মনাই মিয়া, জুবের আহমদ, আব্দুল আলী কনা, ছুবহান মিয়া, জামাল মিয়া, মুয়ুব হোসেন, মছব্বির আলী, সুমন আহমদ, সুরুজ আলী সর্দার, আব্দুল মুনিম সুহেল, আব্দুল গনি প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৬ ফেব্রুয়ারি আলনিগর বিজিবি ক্যাম্পের সদস্যরা ভোর ৬টায় ভারতীয় নাসির উদ্দিন বিড়ি আটকের নামে এলাকায় তুমুল হৈহুল্লোড় শুরু করেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। অবস্থা বেগতিক দেখে বিজিবির লোকজন ক্ষুব্ধ মানুষকে একটি বাড়িতে নিয়ে বুঝানোর চেষ্টা করে। এসময় এলাকার বর্তমান ও সাবেক মেম্বার উপস্থিত হন। এসময় বিজিবি এক সদস্য নাটক সাজিয়ে নিজের ব্যাজ ছিড়ে প্রতিবাদকারী যুবকদের মধ্য থেকে সুহেল আহমদকে আটক করে। এলাকার বর্তমান ও সাবেক মেম্বার বিষয়টি নিষ্পত্তি করে দেবেন বলে বিজিবিকে আশ^স্থ করলে বিজিবি উল্টো সুহেল আহমদকে গুলি করে হত্যার হুমকি দেয়। পরে তাকে নাসির উদ্দিন বিড়ি ও ইয়াবা দিয়ে মিথ্যা মামলা সাজিয়ে থানায় সোপর্দ করে। এলাকাবাসী তদন্তক্রমে যারা দোসী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের এবং নির্দোষ সুহেল আহমদের নি:শর্ত মুক্তি দাবি করেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews