এইবেলা, কুলাউড়া ::
নারীদের অধিকার আদায়ের সংগঠন যুক্তরাজ্যস্থ ‘নারী চেতনার’ উদ্যোগে মঙ্গলবার (০৮ মার্চ) কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠানে নারী চেতনা ইউকে সংগঠনের চেয়ারপার্সন কমিউনিটি নেত্রী সৈয়দা নাজনিন সুলতানা শিখার সভাপতিত্বে ও সাংবাদিক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ ও প্রভাষক উমা মুখার্জীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্যস্থ বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্টাতা ও কমিউনিটি নেত্রী শামীম আক্তার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: মামুনুর রহমান, মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়িতা রাশেদা বেগম, লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক গায়ত্রী দেব তুর্ণা ও রেজিনা মুনমুন মিমি, কুলাউড়া গ্রাম মডেল স্কুলের প্রধান শিক্ষক ড. হাছনা বেগম, হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান বেগম, সাংবাদিক মইনুল হক পবন ও মাহফুজ শাকিল।
এসময় আরও বক্তব্য দেন নারী ব্যবসায়ী প্রতিনিধি গীতা দেব রায়, আদিবাসী প্রতিনিধি জেসলিনা, লংলা আধুনিক ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তার, নিশাত আক্তার, অনুলিপি কুলাউড়ার এডমিন জান্নাতুল ফেরদৌস শাকি প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৫ সালে নারী অধিকার প্রতিষ্টার জন্য যুক্তরাজ্য নারী চেতনা নামে সংগঠনটি প্রতিষ্টা করেন বাঙ্গালি কমিউনিটি নেত্রী সৈয়দা নাজনীন সুলতানা শিখা। প্রতিবছরই যুক্তরাজ্য বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস উদ্যাপন করা হয়। এবার প্রথম কুলাউড়ায় সংগঠনের উদ্যোগে নারী দিবস উদ্যাপন করা হয়েছে।#
Leave a Reply