এই বেলা কুলাউড়া: প্রায় ৬৩ বছর কুলাউড়ায় বন বিভাগের রেঞ্জ অফিসের স্থায়ী ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। এর আগে ১৯৫৮ সালের পর থেকে সিলেট বন বিভাগের আওতাধীন কুলাউড়া রেঞ্জ অফিস একটি জরাজীর্ণ ঘরে দাপ্তরিক কার্যক্রম চলে আসছিলো। বুধবার ৯ মার্চ বিকেল সাড়ে পাঁচটায় ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক, গাজীপুর চা-বাগানের উপ মহাব্যবস্থাপক জয়ন্ত ধর, এমপি’র প্রতিনিধি নবাবজাদা আলী ওয়াজেদ খান বাবু, ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন, জুড়ী রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মোসাদ্দিক আহমদ নোমান, গাজীপুর বিট কর্মকর্তা আহমদ আলী প্রমুখ।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় ও জেলা প্রশাসকের আন্তরিকতায় এবং ইস্পাহানী গ্রুপের মালিকানাধীন গাজীপুর চা-বাগানের সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। দীর্ঘদিন থেকে জরাজীর্ণ রেঞ্জ অফিসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তা ও কর্মচারীদের অনেক বেগ পেতে হয়েছিল। অবশেষে ভূমিসহ অন্যান্য জটিলতা নিরসনের পর এই প্রকল্পটি আলোর মুখ দেখেছে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply