এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া পৌরশহরের ফুটপাত দখলমুক্ত করতে মঙ্গলবার (১৫ মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত দখলকারীদের উচ্ছেদ ও জরিমানা আদায় করে।
প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের ফুটপাতে অবৈধ পার্কিং, হকারদের দখল ও দোকানের বাইরে সড়কের ওপর ব্যবসায়ীরা পণ্য রাখায় জনসাধারণের চলাচলে বিঘœ ও যানজটের সৃষ্টি হচ্ছে।
অভিযানে শহরের উত্তরবাজার থেকে দক্ষিণবাজার পর্যন্ত ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ পার্কিং, হকার এবং ব্যবসা প্রতিষ্ঠানের রাখা পণ্য উচ্ছেদ করা হয়। এ সময় সরকারি সড়ক দখল করে জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি করায় ৫টি মামলায় ১৩ হাজার টাকা অর্থদ- করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, শহরের যানজট নিরসন ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে অভিযান পরিচালনা করা হয়। দোকানের পণ্য প্রতিষ্ঠানের বাইরে সরকারি ফুটপাত ও সড়কে যেন না রাখেন সে ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়।#
Leave a Reply