নিজস্ব প্রতিবেদক ::
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পাঁচপীর জালাই এলাকায় শ্রী শ্রী গোপাল ঝিউ আখড়া বাগানের কয়েকটি গাছ রাতের আধারে কেটে নিয়েছে সংঘবদ্ধ চোরেরা। এছাড়াও আখড়ার পার্শবর্তী ওই এলাকার বাসিন্দা নুরুল হক দুদু মিয়ার বাগানের বেশ কয়েকটি গাছ কেটে নিয়েছে ওই রাতে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে এ ঘটনাটি ঘটে। ঘন ঘন চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় লোকজন।
শুক্রবার বিকালে ওই এলাকায় গেলে আখড়ার দায়িত্বশীল সত্যবান উরাং, পলিট ভর, লালু কুর্মি, মনোরঞ্জন উরাং, শ্যামল উরাং এবং বাগান মালিক নুরুল হক দুদু জানান, দীর্ঘদিন থেকে একদল গাছ চুর সংঘবদ্ধ হয়ে শ্রী শ্রী গোপাল ঝিউ আখড়াসহ বিভিন্ন মালিকানাধীন বাগানের বনাক, কড়ই, অডিট জাতীয় গাছ রাতের আধারে কেটে নিয়ে যাচ্ছে। এছাড়াও সরকারী মহালের গাছও চুরি হয়। কিন্তু বন বিভাগের উদাসীনতায় দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে গাছ চোরেরা। প্রতিদিন রাত হলেই গাড়ির শব্দ শোনা যায়। রাতের আধারে গাছ পাচারকারীরা ট্রাক বোঝাই করে নিয়ে যায়। স্থানীয় লোকজন ভয়ে কোন বাধা দেননা। বন বিভাগের লোকজনকে একাধিকবার জানানোর পরও তারা কোন উদ্যোগ গ্রহণ করেনি। যারফলে আরও বেপরোয়া হয়ে উঠেছে চোরচক্র।
এব্যাপারে স্থানীয় ওয়ার্ড সদস্য মোঃ মনু মিয়া বলেন, আখড়ার দায়িত্বশীলরা আমাকে বিষয়টি জানিয়েছেন, আমিও সরেজমিনে গিয়ে দেখেছি। সংঘবদ্ধ এসব গাছ চোরদের ধরতে আমারা বিকল্প ব্যবস্থায় যাচ্ছি। খুব শীগরীরই তাদেরকে আটক করা হবে। তবে, বন বিভাগের গাফলতির কথা তিনিও স্বীকার করেছেন।
এব্যাপারে জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব জানান, বিষয়টি আমি জেনেছি, গাছ চোরদের শনাক্ত করতে ইতোমধ্যে আমার বিস্থস্ত সোর্স টিমকে কাজে লাগিয়েছি। দু’একদিনের মধ্যে বন বিভাগ এবং আমার পরিষদের সবাইকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে বষিয়টি সুরাহার উদ্যোগ নেওয়া হবে।
Leave a Reply