নিজস্ব প্রতিবেদক ::
কুলাউড়া উপজেলার পূর্ব-মনসুর গ্রামের সামর্থবানদের মহতি উদ্যোগে গ্রামের অসচ্ছল পরিবারগুলো পেল পুরো রামাদ্বান মাসের খাদ্যসামগ্রী। সচ্ছল পরিবারের এক বছরের সংগৃহীত চাঁদায় গ্রামের সাময়িক অসুবিধাগ্রস্থ পরিবার সমূহকে গত ৮ এপ্রিল খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্ব-মনসুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ যুক্তরাজ্য প্রবাসী অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহ।
জানা গেছে, প্রায় এক বছর আগে গ্রামের সামর্থবান পরিবারগুলো সিদ্ধান্ত নেন সাময়িক অসুবিধাগ্রস্থ পরিবারগুলোকে আগামী রামাদ্বানে পরিপূর্ণ খাদ্য সহায়তা প্রদান করবেন। এরলক্ষে সচ্ছল পরিবার প্রতি মাসিক ২০০ টাকা হারে চাঁদা সংগ্রহ শুরু করা হয়। গ্রামের সচ্ছল পরিবারের এক বছরের চাঁদায় অসচ্ছল পরিবারের গুচে গেল রামাদ্বানের খাদ্যাভাব।
পূর্ব-মনসুর জামে মসজিদের মুতাওয়াল্লী মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সমাজসেবক সরাফত আলীর সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিবতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও ভার্চুয়ালি বক্তব্য দেন কার্যক্রমের উদ্যোক্তা ও সমন্বয়কারী ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ। এসময় খাদ্য সহায়তা প্রদানকারী পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন শামসুদ্দোহা শোভন, হাসান মনসুরী সুমন, খলিলুর রহমান, আজিজুর রহমান চৌধুরী বকুল, মিসেস আব্দুল খালিক, আব্দুল জব্বার সেন্টু, মতিউর রহমান সোহেল, রায়হানুল ইসলাম চৌধুরী মাসুম, আব্দুল হামিদ চৌধুরী সায়মন প্রমুখ।
Leave a Reply