এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলায় ৯৭ জন অসহায় ভূমিহীন পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার ঘর। ৩য় পর্যায়ে নির্মিত এই ঘর ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এসব ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হবে। ২৪ এপ্রিল রোববার প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী।
উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলাম নগরে ২৬টি, বরমচাল ইউনিয়নের দক্ষিণ রাউৎগাঁও ও কলিমাবাদে ২৪টি, হাজীপুর ইউনিয়নের বিলের পাড়ে ১২টি, পৃথিমপাশা ইউনিয়নের আলীনগরে ২১টি ও কর্মধা ইউনিয়নের মুরইছড়ায় ১৪টি গৃহ নির্মাণ কাজ শেষ হয়েছে। ২৪ এপ্রিল সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব ঘরের দলিল হস্তান্তর করা হবে। তাছাড়া ওইদিন সকাল ১১ টায় প্রধানমন্ত্রীর গৃহ হস্তান্তর কার্যক্রমে অংশগ্রহণ করবেন কুলাউড়া উপজেলা প্রশাসন।
প্রেসব্রিফিংয়ে কুলাউড়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#
Leave a Reply