এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় তিনদিন ব্যাপী (১৮-২০ মে) অগ্নিকান্ড জনিত দূর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ এর সমাপ্তি হয়েছে। শনিবার (২১ মে) সকাল সাড়ে দশটায় কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্টিত হয়। যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন কমিটি কুলাউড়া মৌলভীবাজার এর বাস্তবায়নে এবং উপজেলা পরিষদ কুলাউড়া আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) মোঃ মজিবুর রহমান, কুলাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ সোলায়মান আহমদ।
এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম. মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ।
এর আগে গত ১৮ মে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)’র সহায়তায় ৩দিন ব্যাপী প্রশিক্ষণে মোট ৯০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন। উক্ত প্রশিক্ষণে বাসা-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগলে কিভাবে সেই আগুন প্রাথমিকভাবে নেভানো যাবে সেটির কৌশলগত প্রশিক্ষণ দেয়া হয়।
Leave a Reply