এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে পুকুরে ডুবে মারা গেছে আপন ২ ভাই। ঈদের দিন রোববার ১০ জুলাই বিকেলে পুকুর থেকে তাদের হাত ধরা অবস্থায় ২ ভাইয়ের লাশ লাশ উদ্ধার করা হয়। দুই ছেলে হারিয়ে পাগলপ্রায় তাদের বাবা মা আর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহতরা হলেন উপজেলার টিলাগাঁও ইউনিয়নের দক্ষিণ বিজলী গ্রামের রিংকু মল্লিক ও সুরভি মল্লিক দম্পতির সন্তান রুহিত মল্লিক (১২) ও পর্ব মল্লিক (৭)। রুহিত মল্লিক আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে ষষ্ঠ শ্রেণির এবং পর্ব মল্লিক সদপাশা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয় লোকজন জানান, দুই সন্তানের পড়ালেখার সুবিধার্থে নিকটবর্তী ইউনিয়ন পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন রিংকু-সুরভি দম্পতি। দক্ষিণ বিজলী গ্রামের বাড়িতে তাদের ঘরের নির্মাণ কাজ চলছে। ঈদের ছুটি থাকায় বিকালের দিকে দুই সন্তানকে নিয়ে তারা কাজ দেখতে যান। এ সময় রিংকু বাড়িতে খনন করা পুকুরের পাড়ে গাছের চারা রোপণ করছিলেন। সুরভি অন্য কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে রুহিত ও পর্বকে ডাকাডাকি করে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যা ৬টার দিকে পুকুরে তাদের লাশ পাওয়া যায়।
টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মালিক জানান, পর্ব পুকুরে নেমে ডুবে গেলে রুহিত তাকে রক্ষা করতে গিয়ে দুজনেই ডুবে মারা যায় বলে ধারণা করা হচ্ছে। তাদের লাশ উদ্ধারের সময় একজনের হাত আরেকজনের হাতে ধরা ছিল।#
Leave a Reply