এইবেলা, কুলাউড়া :: হাকালুকি হাওরের কুলাউড়া উপজেলা অংশে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবিতে নিখোঁজ বাবুল তালুকদার (৬০) নামক এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। ১৪ জুলাই বুধবার বিকেলে নিখোঁজ হন, ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার ১৪ জুলাই দুপুর পৌনের একটার দিকে উপজেলার বরমচালের বড়ছড়ার পাড় এলাকায় হাওর থেকে বাবুল তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাবুল তালুকদার উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল গ্রামের বাসিন্দা।
নিখোঁজ বাবুল তালুকদারের শ্যালক আবুল হোসেন ও কুলাউড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় তাঁর বোন জামাই বাবুল তালুকদার (ইরানী বাবুল) স্থানীয় আজিজুর রহমান (৬২) নামক আরেক ব্যক্তিসহ হাওরে মাছ ধরতে পার্শ্ববর্তী বরমচালের বড়ছড়ার পাড় এলাকায় নৌকাযোগে রওয়ানা দেন। সেখানে পৌঁছানোর পর তাদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। নৌকাতে থাকা আজিজুর রহমান সাঁতার দিয়ে তীরে ওঠতে পারলেও ইরানী বাবুল নিখোঁজ হন। বিষয়টি জানতে পেরে রাতে নিখোঁজ ইরানী বাবুলের স্বজন ও স্থানীয়রা মিলে নৌকাযোগে তার সন্ধানে নামেন। রাতে কোন সন্ধান না পাওয়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কুলাউড়া ফায়ার সার্ভিসের সদস্যদের স্বমন্বয়ে সিলেট থেকে আসা ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ শুরু করেন। নিখোঁজের ১৭ ঘণ্টা পর দুপুর পৌনে একটার দিকে তাঁর মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়।
কুলাউড়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল কাদির জানান, বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরী দল সিলেট থেকে এসে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলের একটু দূরে হাওর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে ।#
Leave a Reply