এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ায় স্টাডি কানেক্ট গ্লোবাল কনসালটেন্সির উদ্যোগে ০৬ জানুয়ারি শুক্রবার রাতে শহরের অভিজাত রেস্টুরেন্টে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার্থে গমনকারী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সাংবাদিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
সাউথ ইস্ট ব্যাংকের কর্মকর্তা সুয়েবুর রহমানের সভাপতিত্বে এবং প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন কুমার দেব রতন, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, সাপ্তাহিক সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, সংবর্ধিত ছাত্র ও কাদিপুর ইউনিয়নের কৌলারশি গ্রামের বাসিন্দা ফাজরুল ইসলাম। স্টাডি কানেক্ট গ্লোবাল কনসালটেন্সির সার্বিক বিষয় নিয়ে স্বাগত বক্তব্য জুনায়েদ আহমদ।
সভায় বক্তারা বলেন, স্টুডেন্ট ভিসায় অনেকেই বিদেশে উচ্চ শিক্ষার জন্য যেতে চান। কিন্তু সঠিক মাধ্যমের অভাবে দালালের খপ্পরে পড়ে হয়ানির শিকার হন। স্টাডি কানেক্ট গ্লোবাল কনসালটেন্সির সিইও কুলাউড়ার হওয়ায় অন্ত:ত কোন মানুষকে হয়রাণির শিকার হতে হবে না।
স্টাডি কানেক্ট গ্লোবাল কনসালটেন্সির সিইও মো. শ্যামল রহমান জানান, শিক্ষার্থী নিজে টিউশন ফি জমা দিবে। সবকিছু নিজে করেই উচ্চ শিক্ষা গ্রহণে অস্ট্রেলিয়ায় যাবে। শুধু মাধ্যম হিসেবে তিনি কাজ করবেন।
স্টাডি কানেক্ট গ্লোবাল কনসালটেন্সির সিইও হলেন কুলাউড়ার কৃতি সন্তান মো. শ্যামল রহমান। কুলাউড়া থেকে প্রথম শিক্ষার্থী হিসেবে ফাজরুল ইসলামকে এই সংবর্ধনা দেয়া হয়।#
Leave a Reply