এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি এলাকা থেকে বিজিবির বিশেষ টহল টিম ০৬ জুন মঙ্গলবার রাতে বিনা পাসপোর্টে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করার দায়ে ০৮ জনকে আটক করেছে। বুধবার ০৭ জুন সকালে আটককৃতদের কুলাউড়া থানায় সোপর্দ করলে পুলিশ তাদের মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করেছে।
মুরইছড়া বিওপির নায়েব সুবেদারের মো. দেলোয়ার হোসেন জানান, ইউনিয়নের পূর্ব ফটিগুলি এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবি’র টহলদল তাদের আটক করে।
আটককৃতরা হলেন মোঃ আনারুল (৫২), আলম মন্ডল (৫৮), মোঃ মামুন (২০), মোঃ খোরশেদ (৩৫), মোঃ জনি (৩০), মোঃ আমদাদ (৩৭), মোঃ পালো মালিথা (৪৫), মনির মুন্সি (৪৮)। আটককৃতদের বাড়ি কুষ্টিয়া ও বাগেরহাট জেলায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) রতন কুমার দেবনাথ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply