নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে নবাগত জেলা প্রশাসক গোলাম মওলা’র সাথে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন নবাগত নওগাঁ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মাজিস্ট্রেট মো. গোলাম মাওলা।
সভায় উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি, সহ ও সকল শ্রেণী পেশার জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বর্ণনা করতে গিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মাদক, দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ গঠনে সকলকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। এসময় কোর্টে মামলাজট কমাতে জনপ্রতিনিধিদের পরিষদে বিচারিক কার্যক্রম বাড়ানোর জন্য অনুরোধ করেন। একইসাথে আ’লীগ সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ড তুলেধরে তাতে ইয়াহিয়ার উত্তরসূরীদের গায়েরজ্বালা বাড়ছে মর্মে উল্লেখ করেন। তিনি আরও বলেন, সরকার প্রতি বছর জানুয়ারির ১ তারিখে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিচ্ছেন। সেইসাথে নানামুখী উদ্যোগের ফলে উত্তরের জেলা গুলোতে আজ মঙ্গা হয়না। জেলার চাহিদা মিটিয়ে দেশ ও দেশের বাহিরে নওগাঁয় উৎপাদিত ধান ও আম রপ্তানি করা যাচ্ছে। এছাড়া বিদ্যুৎ ক্ষেত্রে আমুল পরিবর্তন, প্রায় দশ মাসের রিজার্ভ মজুদ, বৈদেশিক রেমিটেন্স, কৃষি ক্ষেত্রে ভুর্তুকির মাধ্যমে ফসলের ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও উন্নতি সাধিত হচ্ছে। আর এই উন্নয়নের কারনে দেশের স্বাধীনতা বিরোধী চক্ররা মানবাধিকারের দোহায় দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরীর পাঁয়তারা করছেন।
এসময় উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, উপজেল সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. তোফাজ্জল হোসেন মীর, ওসি মোঃ তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল, আনসার ভিডিপি অফিসার মো. আমিনুল হক, যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হক নাদিম, নাজিম উদ্দিন, আফজাল হোসেন, খবিরুল ইসলাম, সম্রাট, মঞ্জুরুল ইসলাম, তোফাজ্জল হোসেন তোফা, অধ্যক্ষ মাহবুবুর রহমান বিপ্লব, সহযোগী অধ্যাপক দ্বীন মোহাম্মদ, অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, আবুল কালাম আজাদ, আবু হাসান, আবু আনাস প্রমুখ বক্তব্য রাখেন। #
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply