এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় এক পাখি শিকারীর হাত থেকে ৭টি পাখিকে অবমুক্ত করে দেওয়া হয়েছে। এসময় পাখি শিকারের অপরাধে মোঃ নিজাম উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিজাম উদ্দিন উপজেলার বরমচাল ইউনিয়নের সিঙ্গুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, উপজেলার বরমচাল ইউনিয়নের সিঙ্গুর এলাকায় জাল দিয়ে ফাঁদ পেতে পাখি শিকার করা হচ্ছে এমন খবর পেয়ে শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে সেখানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে অভিযুক্ত শিকারী মোঃ নিজাম উদ্দিন (৪৫) কে দশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এরপর শিকারীর কাছ থেকে উদ্ধার হওয়া ৩টি ঘুঘু ও ৪ টি শালিক পাখি স্থানীয় প্রকৃতিতে অবমুক্ত করা হয়। ফাঁদ হিসেবে ব্যবহৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতায় ছিলেন, বন বিভাগের বরমচাল বিটের বিট অফিসার মোঃ হাফিজুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মোঃ ময়নুল হক ও সাজু মিয়া এবং কুলাউড়া থানা পুলিশের একটি দল।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply