এবে কুলাউড়া :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমানের ট্রাক প্রতীকের সমর্থনে এক নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে কাদিপুর ইউনিয়নের দক্ষিণরেল গেইট এলাকায় চাতলগাঁও, বড়কাপন, জগন্নাথপুর, বাদে মনসুরসহ আশপাশের এলাকার কর্মীদের আয়োজনে নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
দীর্ঘদিন ধরে কুলাউড়ার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিলো, এই অবহেলিত, নিগৃহিত, নির্যাতিত, মানুষের উন্নয়নকে ত্বরান্বিত করা। আলোকিত কুলাউড়া বিনির্মাণ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার বাস্তবায়নে জন্য আমি সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন উল্লেখ করে সফি আহমদ সলমান বলেন, এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হবে । এই নির্বাচন হবে কুলাউড়ার গণমানুষের রায়ের নির্বাচন, কুলাউড়ার সকল মানুষের আশা-আকাঙ্খার বাস্তব প্রতিফলন ঘটানোর নির্বাচন। আমি বলতে চাই, কুলাউড়ার সকল দলমতের মানুষের ভাই-সন্তান হিসেবে আপনাদের পবিত্র মূল্যবান ভোট কামনা করছি একারণেই, কুলাউড়ার রাজনৈতিক অবস্থা স্থিতিশীল রাখার জন্য, কুলাউড়ার মানুষকে হয়রানি ও দালালদের হাত থেকে রক্ষার জন্য আমি এই নির্বাচনে প্রার্থী হয়েছি।
বড়কাপন এলাকার বাসিন্দা মখলিছ মিয়ার সভাপতিত্বে ও শ্রমিক নেতা রুহেল আহমদের পরিচালনায় কর্মীসভায় বক্তব্য দেন চাতলগাঁও এলাকার বাসিন্দা ও সিনিয়র সাংবাদিক মো. মছব্বির আলী, বড়কাপন গ্রামের মানিক আহমদ, চাতলগাঁও গ্রামের সমাজসেবক সোহেল আহমদ এলাইছ, জগন্নাথপুরের বাসিন্দা রমজান আলী, চাতলগাঁও গ্রামের বাসিন্দা সোনাম আহমদ, সুফিয়ান আহমদ প্রমুখ।
উল্লেখ্য, সফি আহমদ সলমান ২০১৮ সালের উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।#
Leave a Reply