এবে কুলাউড়া :: মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামীলীগ আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা হবেন চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী।
শুক্রবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী কুলাউড়ার হাজীপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় তিনি কথাগুলো বলেন।
শফিউল আলম নাদেল বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। ডিজিটাল থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশে প্রবেশ করেছি। আমাদের পার্শ্ববর্তী সংসদীয় আসনের দিকে তাকালেই বুঝা যায় উন্নয়নের দিক থেকে তারা কত এগিয়ে আছেন। কিন্তু আমাদের কুলাউড়া এর সম্পূর্ণ বিপরীত। গত ১৫ বছর ধরে আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায়। কিন্তু উন্নয়নের দিক থেকে আমরা এখনো অন্ধকারে রয়েছি। কুলাউড়ার মানুষ আর অন্ধকারে থাকতে চায় না।
গণসংযোগকালে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাতে তিনি কর্মধা ইউনিয়নে এলাকাবাসীর আয়োজনে এক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply