এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া রেলস্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্ত:নগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ছয় ঘণ্টা আটকে ছিলো। এরপর শুক্রবার (০৫ এপ্রিল) ভোরে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এসময় যাত্রীদের সেহরি খাওয়াসহ চরম ভোগান্তির শিকার হতে হয়।
কুলাউড়া জংশন রেলস্টেশনের মাস্টার রোমান আহমদ জানান, ০৪ এপ্রিল সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া ও লংলা রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। লংলা স্টেশনটি দীর্ঘদিন ধরে বন্ধ। এর ফলে অন্যান্য ট্রেন চলাচলে যেন বিঘœ না হয়, তাই কুলাউড়া স্টেশনের লোকোশেড থেকে নতুন সিরিজের একটি ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে কুলাউড়া স্টেশনে নিয়ে আসা হয়। এরপর আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন এলে ভোর সাড়ে পাঁচটায় ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছাড়ে যায়।#
Leave a Reply