এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, শিক্ষা মানুষের সুযোগ নয় অধিকার। এ জন্য প্রত্যেককে পড়ালেখা শিখে শিক্ষিত হতে হবে। প্রতিষ্ঠান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার মান বাড়াতে হবে। নারী শিক্ষা বিস্তারে সরকার প্রান্তিক এলাকায় কাজ করে যাচ্ছে। গত ১৫ বছর উন্নয়ন থেকে কুলাউড়া অনেক পিছিয়েছে। সেমিনারে কুলাউড়ার উন্নয়নে এক সাথে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।
তিনি ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নে এমএ আহাদ আধুনিক কলেজে প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষার সম্ভাবনা ও প্রতিবন্ধকতা এবং তার প্রতিকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, নারী শিক্ষার উন্নয়নে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে নারীরা এখন আর পিছিয়ে নেই, এমনকি গ্রাম এলাকায়ও। আওয়ামী লীগ সরকারের আমলে নারীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা বিচারপতি থেকে শুরু করে সকল পেশায় তাদের পদচারণা ও দক্ষতা নিশ্চিত করেছে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের এমএ আহাদ আধুনিক কলেজের প্রতিষ্ঠাতা মো. আব্দুল আহাদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের সভাপতি মেজর (অবঃ) নূরুল মান্নান চৌধুরী।
কলেজের অধ্যক্ষ মো. হানিফ ও প্রভাষক আলাউদ্দিন কবিরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শমসেরনগর বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ ও বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সমাজসেবা কর্মকর্তা জাহানারা আক্তার লিজা, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ, কুলাউড়া বিআরডিবির চেয়ারম্যান তালুকদার মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষার সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও তার প্রতিকার শীর্ষক আলোচনায় শিক্ষা ক্ষেত্রে নারীদের এগিয়ে চলার সমস্যার প্রধান কারন হিসেবে অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পরিবেশগত কারণে প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষা বিকাশ ঘটছে না। এ সমস্যা নিরসনে নিজেদের অবস্থান থেকে সরকারের পাশাপাশি সকলের সার্বিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, অভিবাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।##
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply