এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার পৃথিমপাশার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিনের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ম্যানেজিং কমিটির উদ্যোগে ২৬ মে দুপুরে বিদ্যালয় মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি সৈয়দ আশফাক হোসেন তানভীর। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহেনা আক্তার, সহকারী শিক্ষক মিনারা বেগম, হারুন অর রশিদ, তামান্না বেগম, রঘুনাথ পাল, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শাহাজান চৌধুরী, সদস্য সৈয়দ জয়নাল হোসেন শাহীন, স্বপ্না বেগম, ইয়াসমিন ইমরান প্রমুখ।
দীর্ঘদিন সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালনকারী মোহাম্মদ জামাল উদ্দিন এর বদলিজনিত বিদায় অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হন। এ সময় প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রায় সাড়ে তিনশত অধ্যয়নরত শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকালীন সময়ে প্রধান শিক্ষক তার কর্ম ও মেধার বিকাশ ঘটিয়ে বিদ্যালয়ের পড়াশোনার মান বৃদ্ধি করেন এবং শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে ভূমিকা রাখেন। যার কারণে ২০২৩ সালে উপজেলার মধ্যে এ প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি শ্রেষ্ঠত্ব অর্জন করে। ##
Leave a Reply