এইবেলা, কুলাউড়া ::: কুলাউড়া পৌরসভার ২নং ওয়ার্ডে জয়পাশা রোডে আশরাফ উদ্দিন সাবু নিজ বাড়ির সামনে মাত্র ১০ ফুটের ব্যবধানে কোন অনুমোদন ছাড়াই অবৈধভাবে দু’টি স্পিড ব্রেকার নির্মাণ করেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। স্পিডব্রেকার দু’টি অপসারণের দাবি এই রোডে চলাচলকারী মানুষের।
স্থানীয় লোকজন জানান, কুলাউড়া শহরের উত্তর বাজার থেকে জয়পাশাগামী রাস্তায় জনৈক আশরাফ উদ্দিন সাবুর বাড়ির দু’পাশে কোন প্রকার অনুমোদন ছাড়া দু’টি স্পিড ব্রেকার নির্মাণ করেন। স্পিড ব্রেকার দু’টি খাড়া ও সিমেন্ট দিয়ে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। ফলে গাড়ী চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়। কোন ধরনের রোগী বা প্রসুতি মহিলা নিয়ে আসলে এই স্পিড ব্রেকারের ধাক্কায় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। এখানে মসজিদের অযুহাত যারা দিচ্ছেন, তা সম্পুর্ণ মিথ্যা। এই স্পিডব্রেকার থেকে মসজিদের দুরত্ব ৫শ ফুট।
এলাকাবাসীর স্পিডব্রেকার দু’টি অপসারণের দাবি। ২নং ওয়াের্ডের কাউন্সিলারের ভুমিকা নিয়েও মানুষ ক্ষুব্ধ।
এব্যাপারে কুলাউড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কমিশনার কায়ছার আরিফ জানান, পৌরসভার ইঞ্জিনিয়ারসহ আমি স্পিড ব্রেকার দু’টি দেখেছি। একটি স্পিড ব্রেকার রাখার পক্ষে এলাকার লোকজন। আরেকটি অপসারণের জন্য বলা হয়েছে।##
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply