এইবেলা, কুলাউড়া :: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক কুলাউড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টম্বর শনিবার সকাল ১০ থেকে উপজেলার কাদিপুর ইউনিয়নের আমতৈল হযরত শাহ সর্দার মুহাম্মদ (রহ:) মাজার মসজিদে এইসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক প্রতিযোগী ক্বিরাত, আজান, হামদ ও না’তে রাসুল (সা.), কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে বেলা ১২টায় হযরত শাহ সর্দার মুহাম্মদ (রহ:) মাজার মসজিদে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হযরত শাহ্ সর্দার মুহাম্মদ (রহঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির উপদেষ্ঠা সাংবাদিক মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতৈল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফরিদ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর হোসেনপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ আব্দুস সামাদ বাহার, হযরত শাহ সর্দার মুহাম্মদ(রহ:) মাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদ জিহাদি, মিয়াজি বাড়ি পাঞ্জেগানা মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদ রেনু, আমতৈল কেন্দ্রীয় জামে মসজিদের ছানি ইমাম মাওলানা সাহাব উদ্দিন, কাতার প্রবাসী মোঃ আব্দুল হান্নান, চিনু মিয়া, মাওলানা রিহান আহমদ, মাওলানা শরিফ উদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।##
Leave a Reply