এইবেলা, ঢাকা ::
আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিএনপির ধানের শীষ এবং আওয়ামী লীগের নৌকা নিয়ে নির্বাচিত সাবেক এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি, ডাকসুর ভিপি, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ডিবি পুলিশের হেফাজতে।
প্রায় ৪ মাস কানাডায় অবস্থানের পর সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে দেশে ফিরলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়।
ডিএমপির ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক আটকের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে সুলতান মনসুরকে আটক করা হয়েছে। তাঁরা তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং কোথায় কী অভিযোগ আছে তা ক্ষতিয়ে দেখবেন। পরবর্তীতে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply