এইবেলা, কুলাউড়া :: বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত হওয়ার ঘটনায় ৮৩ জনের উপর মামলার বাদি পারভেজ আহমদকে প্রাণনাশের হুমকি দিচ্ছে পলাতক আসামীরা। এ ঘটনায় সোমবার ০৭ সোমবার বিকেলে জীবনের নিরাপত্তা চেয়ে কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগে পারভেজ আহমদ জানান, ২৫ জুলাই বৈষম্যবিরোধী মিছিলে আক্রমন করে আওয়ামী লীগের সশস্ত্র গ্রুপ। সন্ত্রাসীরা দা লাটিসোঠা দিয়ে আক্রমন করে অনেক শিক্ষার্থীকে আহত করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ৫ আগষ্ট সরকার পতন হলে কুলাউড়া থানায় পারভেজ আহমদ বাদি হয়ে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮৩ নেতাকর্মীর বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামী করে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ ইতিমধ্যে ৬-৭ জনকে আটক করলেও ঘটনার মূল নায়করা রয়েছেন ধরাছোঁয়ার বাহিরে। মামলা আসামীরা আটক না হওয়ায় আসামীদের মধ্যে কয়েকজন মামলার বাদি পারভেজ আহমদকে প্রকাশ্যে এবং মোবাইল ফোনের মাধ্যমে একাধিকবার প্রাণনাশের হুমকি প্রদান করে। এ নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি তিনি কুলাউড়া ক্যাম্পের সেনাবাহিনীকে অবহিত করেন। সেনাবাহিনীর পরামর্শে পরে তিনি কুলাউড়া থানায় একটি জিডি করেন।
এব্যাপারে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, পারভেজ আহমদ জীবনের নিরাপত্তা চেয়ে একটি জিডি করছেন। যারা মামলার বাদিকে হুমকি দিয়েছে তাদেকে দ্রুত আইনের আওতায় আনা হবে। #
Leave a Reply