এইবেলা, কুলাউড়া :: ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্য নিয়ে প্রতিবারের ন্যায় এবারো কুলাউড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়ে থাকে। সাধারণ মানুষকে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এ দিবসটি পালিত হয়ে থাকে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ ।
২০ অক্টোবর রোববার সকাল ১০ টায় কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে মোহতোছিম আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে কাদিপুর ইউনিয়ন পরিষদ ও এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের উদ্যোগে অনুষ্টিত হয়। এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের ডকুমেন্টেশন ও মনিটরিং অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান অনুষ্টানের উদ্ভোদন করেন শুভেচ্ছা বক্তব্য রাখেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের এরিয়া ম্যানেজার মুহাম্মদ সাদেক সফিউল্লাহ, মোহতোছিম আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ছাত্র ছাত্রীদের অংশগ্রহনের মাধ্যমে ইউনিয়ন ওয়াশ মটিভেটর ছিনথিয়া ইসমাইল ও সিথি আক্তার সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করেন।
কাদিপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মোঃআতাউর রহমান আতিকের নেতৃত্বে জন সচেতনতা বাড়াতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্টিত হয়। এলাকায় আলোড়ন সৃষ্টিকারী র্যালিটি কাদিপুর বাজার হয়ে ইউনিয়ন পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। র্যালি পরিচালনা করেন ইউনিয়ন সুপারভাইজার মোঃ আমিনুর রহমান ও ওবায়দুর রহমান সুমন, আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নাহিদ রায়হান,উজ্জলচন্দ্র চৌধুরী,সহকারী প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান, হাকালুকি বার্তার মোঃ রুমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
বক্তারা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সবাই যদি ঠিক নিয়মে হাত ধোয় ও পরিস্কার রাখি তাহলে রোগ সংক্রমণ অর্ধেক কমে যেত উপস্থিত সবাই রোগ সংক্রমণের ঝুঁকি কমাতে এবং সচেতনতা বাড়াতে আমরা নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করবো স্লোগানের মাধ্যমে একমত পোষন করেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply