এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলার ওয়ারেন্টপ্রাপ্ত পলাতক আসামী মুহিদুর রহমান শাওনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সিলেট থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মুহিদুর রহমান শাওন কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামের মৃত মোহাম্মদ আলী মধু মিয়ার ছেলে।
জানা গেছে, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর রাতে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের তিলাশীজুড়া গ্রামে ব্রিজের ওপর ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে ব্যবসায়ী তৌহিদুল হায়দারের ওপর হত্যার উদ্দেশ্যঅতর্কিত হামলা চালায় মুহিদুর রহমান শাওনসহ তার সহযোগীরা। পরে এ ঘটনায় গত ২০ ডিসেম্বর মুহিদুর রহমান শাওন (২৭), একই এলাকার মুজাহিদ ইসলাম (২৭) ও রুবেল মিয়া (৪২) কে অভিযুক্ত করে কুলাউড়া থানায় মামলা (নং-১৮, ২০/১২/২০২৩) দায়ের করেন ব্যবসায়ী তৌহিদুল। পুলিশ মামলার আসামী মুজাহিদুলইসলাম ও রুবেল মিয়াকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করলেও অন্যতম আসামী মুহিদুর রহমান শাওন পুলিশী ধরাছোঁয়ার বাইরে চলে যান। এদিকে মামলার তদন্ত শেষ করে চার্জশিট আদালতে প্রেরণ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এস আই মোঃ আমির উদ্দিন। পরে আদালত মুহিদুর রহমান শাওনের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। শাওন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা গেছে। উপজেলা আওয়ামী লীগ নেতা ও রাউৎগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির তোফায়েলের ছত্রছায়ায় সে স্থানীয় এলাকায় বিভিন্ন অপকর্ম করেছে।
মামলার বাদী তৌহিদুল হায়দার বলেন, আমার ওপর হামলার ঘটনায় কুলাউড়া থানায় মামলা দায়ের করি। মামলাটি তুলে নিতে উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মুক্তাদির তোফায়েল, ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইফুর রহমান শাহিন, ব্যাংকার এনাম উদ্দিনের প্রভাব খাটিয়ে আমাকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি প্রদান করে মুহিদুর রহমান শাওন ও রুবেল মিয়া। এমনকি গত ২০ মার্চ মৌলভীবাজার আদালত থেকে বের হওয়ার সময় আমাকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করে শাওন গং। পরে ওই ঘটনায় ওইদিনই মৌলভীবাজার সদর থানায় একটি সাধারন ডায়েরী করি। দীর্ঘদিন শাওন আত্মগোপনে ছিল। দীর্ঘদিন পর তাকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম আপছার বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি শাওন দীর্ঘদিন ধরে সিলেটে আত্মগোপনে ছিল। অবশেষে তাকে পুলিশের অভিযানে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আসামি শাওনকে শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।#
—
Leave a Reply