কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সরকারি ২০ একর জায়গায় অবৈধভাবে স্থাপনকৃত রোকন টিলা নামক ইকোপার্ক গুড়িয়ে দিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট বুলবুল আহমদের নেতৃত্বে নিবাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস, মেহেদি হাসান মানিক ও কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন যৌথভাবে অভিযান পরিচালনা করে প্রায় ২০ কোটি টাকা মূল্যের এ সরকারী জমি উদ্ধার করেন।
অভিযানকালে ২০ একর জমি উদ্ধার করে জেলা প্রশাসকের মালিকানাধীন সাইনবোর্ড টাঙ্গানো হয় এবং ২০ একর পাহাড়ি এলাকায় স্থাপিত ইকোপার্কের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দখলমুক্ত করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি ২০ একর জমি জবর দখল করে জনৈক রোকন উদ্দিন গত ৫-৬ বছর আগে উক্ত পাহাড়ি টিলায় ইকোপার্ক প্রতিষ্টা করে পিকনিকের কিছু সরঞ্জাম রেখে মানুষের কাছ থেকে প্রবেশ মূল্য বাবত জনপ্রতি ৫০ টাকা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন।
অবশেষে জেলা ও উপজেলা প্রশাসন জবরদখল থেকে সরকারী কয়েক কোটি টাকা মূলের জমি উদ্ধার করল। জানা গেছে উদ্ধার কৃত সম্পত্তির বাজারমূল্য ২০ কোটি টাকা হবে।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, কুলাউড়ার কর্মধা এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে প্রতিষ্ঠিত রোকন টিলা ইকোপার্কের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে জবরদখল মুক্ত করে বাংলােদশ সরকারের পক্ষে জেলা প্রশাসক নামীয় সাইনবোর্ড টাঙ্গানো হয়।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply