বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে সোমবার দুপুরে উপজেলার ১০ ইউনিয়ন ও ১ পৌরসভা এলাকার চার শতাধিক বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও তাদের সন্তানদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাইফুল আলম রাসেল প্রমুখ।
Leave a Reply