এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা পরিষদের সাবেক সদস্য বদরুল আলম সিদ্দিকী নানুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে ভাটেরা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নানু ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্বে রয়েছেন।
কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে ভাটেরা ইউনিয়ন বাজার এলাকায় অভিযান চালিয়ে নানুকে গ্রেফতার করা হয়।
সুজন তালুকদার আরও বলেন, নানুর বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।#
—
Leave a Reply