এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুশাইনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) স্থানীয় আর রহমান একাডেমিতে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জানা যায়, দীর্ঘদিন থেকে পুশাইনগর বাজারের ব্যবসায়ীরা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করার দাবী জানিয়ে আসছিলেন। ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে নির্বাচনের উদ্যোগ নেন জয়চন্ডী ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর হোসেন।
নির্বাচন পরিচালনার জন্য কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলকে আহবায়ক ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইকে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন হাজী রফিক মিয়া ফাতু, জাহাঙ্গীর হোসেন, এইচডি রুবেল, মো. শামীম খাঁন ও হাজী নিয়ামত আলী।
২৫ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বাজারের ৬০ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লয়েছ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ৬ পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
এতে সভাপতি পদে মো: হারুন মিয়া (চেয়ার প্রতীক) ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তোয়াকুল খান (হরিণ প্রতীকে) ১৪ ভোট এবং ময়না মিয়া (ছাতা প্রতীকে) ১৪ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে মো: ছবর খান (তালাচাবী প্রতীকে) ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফজলু মিয়া (কাপ পিরিচ প্রতীকে) ২৫ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে সুমন আহমদ (আনারস প্রতীকে) ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুলাল আহমদ (মোরগ প্রতীকে) ২৬ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে সুলতান আহমদ (চাকা প্রতীকে) ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদ আহমদ (মোমবাতি প্রতীকে) ১০ পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে আব্দুল আহাদ (বই প্রতীকে) ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দোলব মিয়া (ডাব প্রতীকে) ২৩ ভোট পেয়েছেন। সদস্য পদে মো: দুলু মিয়া (সাইকেল প্রতীকে) ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফছান মিয়া (বালতি প্রতীকে) ১১ ভোট পেয়েছেন।
এই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করতে পারায় পরিচালনা কমিটিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুশাইনগর বাজারের ব্যবসায়ীরা। নির্বাচনে প্রিসাইডিং অফিসার ছিলেন, কুলাউড়া রেলওয়ে উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলাম।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply