এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকায় ‘মায়ের দোয়া যুব সংঘ’ কর্তৃক আয়োজিত দিনব্যাপী খেলাধুলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে পূর্ব রংগীরকুল প্রধান সড়ক সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
জানা যায়, ‘মানবতার কল্যাণে অঙ্গীকারবদ্ধ’ এমন প্রতিপাদ্য নিয়ে ২০০৯ সালে ‘মায়ের দোয়া যুব সংঘ’ নামের একটি কমিটি গঠন করেন পূর্ব রংগীরকুল এলাকার কয়েকজন যুবক-তরুণ। প্রতিষ্ঠার পর থেকেই খেলাধুলাসহ আর্ত মানবতার কল্যাণে নিয়োজিত ছিলো সংঘটনের কার্যক্রম। বিভিন্ন সময়ে হতদরিদ্র অসহায় মানুষের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে সংঘটনটি।
বিজয়ের মাস উপলক্ষে ২৭ ডিসেম্বর দিনব্যাপী খেলাধুলার আয়োজন করে সংঘটনটি। মায়ের দোয়া যুব সংঘের সভাপতি শরীফ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য, কুলাউড়া উপজেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহমদ নাজিম, পূর্ব রংগীরকুল জামে মসজিদের সভাপতি আবদুল গপ্ফার চৌধুরী, সাংবাদিক আবদুল আহাদ, কুলাউড়া রক্তদান সংস্থার আবদুল মজিদ, সংঘটনের উপদেষ্টা রফিকুল ইসলাম, জুয়েল আহমদ, ঝন্টু বর্ধন প্রমুখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংঘটনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম ও সুমন আহমদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ-সভাপতি আমির হোসেন তুহিন, অর্থ সম্পাদক আজিম উদ্দিনসহ সংঘটনের সদস্যরা।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply