কুলাউড়ায় ৫ গাঁজা খোরের কারাদণ্ড! কুলাউড়ায় ৫ গাঁজা খোরের কারাদণ্ড! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ মে ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় ৫ গাঁজা খোরের কারাদণ্ড!

  • বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় ৫ গাঁজা খোরকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন তাদের এ দণ্ড দেন। গাঁজা সেবন ও বহনের দায়ে তাদেরকে দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মো. রাজু মিয়া, জুনেদ আহমদ, মো. সেলিম, বিধু মালাকার ও নাজির আহমদ।

শাহ জহুরুল হোসেন জানান, মাদক সেবন ও বহনের খবর পেয়ে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

এ সময় ৫ ব্যক্তিকে হাতেনাতে আটক করে ২ জনকে ৫ দিন করে এবং ৩ জনকে ৩ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর কাকণ রাজ জয় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews