এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার কর্মধা ইউনিয়নের ট্রাট্রিউলি গ্রামের এক প্রবাসী পরিবারের ৩০ শতাংশ জমি জোরপূর্বক জবর দখল করে রেখেছে একটি প্রভাবশালীমহল। মালিকানা আর সুবিচার চেয়ে বিভিন্নজনের দ্বারে দ্বারে ঘুরে কোন প্রতিকার না পেয়ে হতাশ।
এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক অনুষ্টিত হয়। সালিশ বৈঠকে স্থানীয় পঞ্চায়েত, চেয়ারম্যান, সার্ভেয়ার জমির কাগজপত্র পর্যালোচনা করে প্রবাসী পরিবারের সদস্য মাওলানা জাফর আহমদ ও তার ২ দুই ভাই মো: সফর আলী ও হাবিবুর রহমানকে জমির বৈধ মালিক হিসাবে সিদ্ধান্ত দেন এবং জমি জবরদখলকারী আলাউদ্দিন ও তার সহযোগীদেরকে জমি ছেড়ে দেয়ার জন্য বলেন। কিন্তু প্রভাবশালী আলাউদ্দিন ও ফরিদ মিয়াগংরা জমি না ছেড়ে উল্টো প্রবাসীর পরিবারকে হুমকি ধামকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বড়লেখা ক্যাম্পে এবং কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একটি লিখিত আবেদন করেছে প্রবাসী তোফায়েল আহমদের পিতা মো: সফর আলী।
বৃদ্ধ সফর আলীর দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, ধামূলী মৌজারআরএস খতিয়ান ১৯৩,এস এ দাগ ৩১৫ ও ৩১৩ ও আরএস দাগ ৩৭২ ৩৭৩ দাগে মোট ৩০ শতাংশ জমি ১৯৮১ সনে ৯৪৯৮ নং দলিল মূলে ক্রয় করেন কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাাট্রউলি গ্রামের আব্দুর রহমান। আং রহমান মারা যাওয়ার পর সম্পত্তি জবর দখল করে নেন একই গ্রামের সফিক মিয়ার পুত্র আলাউদ্দিন, মৃত আব্দুল মজিদের স্ত্রী খয়রুন নেছা ও আব্দুল মন্নানের ছেলে ফরিদ মিয়াসহ তাদের সহযোগীরা। এ নিয়ে একাধিক সালিশ বৈঠক হলে তারা সম্পত্তি ফিরিয়ে দেওয়ার অঙ্গিকার করে পরে রক্ষা করেনি। উল্টো হুমকি ধামকি দিতে থাকে।
এব্যাপারে পৈতিক সুত্রে জমির মালিক হায়দরগঞ্জ বালক-বালিকা দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহতামিম মাওলানা জাফর আহমদ ,প্রবাসী তোফায়েল আহমদের পিতা মো:সফর আলী ও হাবিবুর রহমান জানান, ‘ আমরা বৃদ্ধ এবং নিরীহ প্রকৃতির মানুষ। আমাদের পিতা জমি ক্রয় করে ভোগ দখল করে কাঠালসহ বিভিন্ন প্রজাতীর ফসলের চাষাবাদ করেছেন। তিনি মারা যাওয়ার পর প্রভাবশালী চক্ররা আমাদের সম্পত্তি জোরপূর্বক তাদের দখলে নিয়েছে।
এব্যাপারে আলাউদ্দিন জানান, ৩০ শতাংশ জমির আমরা বৈধ মালিক। আমরা দীর্ঘদিন থেকে উক্ত জায়গায় ফল ফসলাদি রোপন করে আসছি। হঠাৎ করে সফর আলীগংরা উক্ত জমি তাদের বলে দাবী করছেন। ’
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, অভিযোগটি পেয়েছি এবং উভয়পক্ষকে নিয়ে শুনানী করবো। যাদের জমির পক্ষে কাগজপত্র রয়েছে তাদেরকে জমি বুঝিয়ে দেওয়া হবে। #
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply