এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়ার হাজিপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন চান্দগাঁও একতা যুব সংঘের উদ্যোগে স্থানীয় চান্দগাঁও কবরস্থানে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গভীর নলকূপটি উদ্বোধন করেন দৈনিক কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি ও সমাজকর্মী মাহফুজ শাকিল।
এসময় উপস্থিত ছিলেন চান্দগাঁও এলাকার মুরব্বী মোঃ জলাল উদ্দিন, আব্দুল মুকিদ, মতলিব মিয়া, আব্দুল খালিক, তাজু মিয়া, জহির আলী, সংগঠনের পরিচালক মোঃ আজিম উদ্দিন, সদস্য নাজমুল ইসলাম, দেলোয়ার হোসেন, রুমেল আহমদ, মাইনুল ইসলাম, নেপাল মালাকার, স্বপন মালাকার প্রমুখ। নলকূপ স্থাপনে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তারা হলেন প্রবাসী মোঃ নজরুল ইসলাম, ছালেক আহমেদ, শামিম আহমেদ, মুজাহিদুল ইসলাম, মোঃ সেলিম আহমেদ, সিদ্দেক আলী, রিয়াজ উদ্দিন, হুসেন আহমেদ। সার্বিক সহযোগিতা করেন সংগঠনের উপদেষ্ঠা ও পৃষ্ঠপোষক শিক্ষক মোঃ লুৎফুর রহমান, উপদেষ্ঠা ও পৃষ্ঠপোষক সিলেট কর অঞ্চলের উচ্চমান সহকারী মোঃ জয়নাল উদ্দিন, সিনিয়র সদস্য মোঃ শাহাব উদ্দিন, মনির উদ্দিন।
সংগঠনের পরিচালক মোঃ আজিম উদ্দিন জানান, মানবসেবা এবং এলাকার আর্ত-সামাজিক উন্নয়নের লক্ষে চান্দগাঁও একতা যুব সংঘ সবসময় কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও কাজ করে যাবে। ইতোমধ্যে বেশ কয়েকটি সেবামূলক কর্মসূচী সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে।#
Leave a Reply