এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের অন্তর্গত কাদিপুর গ্রামে শ্রী শ্রী কাদিপুর কালী বাড়ির আয়োজনে মন্দির প্রাঙ্গণে আসছে আগামী ১৩ ফেব্রুয়ারী শনিবার থেকে ১৫ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় ১ম বারের মতো শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনদিনব্যাপী অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে শনিবার সকাল ৭টায় শ্রী শ্রী হরিনাম ও লীলা সংকীর্ত্তনের মঙ্গলঘট স্থাপন, সন্ধ্যা ৬টায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ, রাত ৯টায় মহোৎসবের শুভ অধিবাস, রোববার ব্রাহ্মমুহুর্ত হইতে শ্রীশ্রী হরিনাম যজ্ঞের শুভারম্ভ, দুপুর ১টায় ভোগরাগ নিবেদন ও দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, সোমবার নামযজ্ঞ সমাপনান্তে দধিভান্ড ভঞ্জন, ব্রজের ধুলি গ্রহণ, মধ্যাহ্ন ভোগারতি ও মোহন্ত বিদায়।
দেশবরেণ্য কীর্ত্তনীয়াদের কীর্ত্তণ পরিবেশনায় অনুষ্ঠিত তিনদিনব্যাপী যজ্ঞানুষ্ঠানের প্রতিটি পর্যায়ে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী কাদিপুর কালী বাড়ী উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।#
Leave a Reply