কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়ায় উপজেলা প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। রোববার ১৪ মার্চ দুপুর ২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিতব্য নতুন প্রশাসনিক ভবন ও হলরুমের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, এলজিইডি’র মৌলভীবাজার জেলা নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ বিনয় ভূষণ রায়, উপজেলা প্রকৌশলী মো. খোয়াজুর রহমান, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মো. মমদুদ হোসেন, কুলাউড়া থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, কাজ বাস্তবায়নের ঠিকাদার জাফর আহমদ গিলমান, আবাসিক মেডিকেল অফিসার মো. জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক এম মছব্বির আলী, খালেদ পারভেজ বখ্শ, এমপি’র প্রতিনিধি হোসেন মনসুরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ।
উপজেলা এলজিইডি’র অফিস সূত্রে জানা গেছে, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ৭ কোটি ১২ লক্ষ ৩০ হাজার টাকার ব্যয়ে কাজটি সম্পাদনের দায়িত্ব পান মেসার্স জাফর আহমদ গিলমান নামের ঠিকাদারী প্রতিষ্টান। কাজের সম্পাদনের শেষ তারিখ ২০২৩ সাল পর্যন্ত।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply