স্বাধীনতার সুবর্নজয়ন্তী হলেও জনগণ পেয়েছে ২২ বছরের সুফল
এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলায় স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ন জয়ন্তী আজ আমরা উদযাপন করছি। কিন্তু বাস্তবে বাংলার মানুষ এই স্বাধীনতার সুফল পেয়েছে মাত্র ২২ বছর। বাকি ২৮ বছর স্বাধীনতার পরাজিত শক্তি, সামরিক বাহিনীসহ স্বাধীনতা বিরোধীরাই শোষন নির্যাতন চালিয়েছে।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ারের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সচিব মো. মিকাইল সিপার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, সহকারি কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হকসহ সরকারি কর্মকর্তাবৃনন্দ।
আলোচনা সভাশেষে এক বর্নাঢ্য র্যালী কুলাউড়া শহর প্রদক্ষিণ করে। এরপর কুলাউড়া ডাকবাংলো মাঠে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।##
Leave a Reply