এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলায় পরিবেশ বিধ্বংসী টিলাকাট থামছে না। পরিবেশ অধিদফতর জরিমানা করেই যেন তাদের দায়িত্ব শেষ করতে চায়। ফলে ঘটনার সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় রহস্যজনকভাবে পার পেয়ে যায়। অপ্রয়োজনে টিলা কেটে এই রাস্তাটি নির্মাণ করেছে উপজেলার রেহানা চা বাগান কর্তৃপক্ষ। ১৪ নম্বর নামক টিলাটি প্রায় ১২ ফুট গভীর ও কমপক্ষে একশ মিটার দীর্ঘ টিলাকেটে রাস্তা নির্মাণ করা হয়েছে নতুন করে। চা পাতা পরিবহন ও বাগান উন্নয়নের অযুহাতে এই টিলা না কাটলে কোন অসুবিধা হতো না। কেননা বৃটিশ আমলে সৃজিত এই বাগানে দীর্ঘদিন বিকল্প রাস্তায় বাগানের সকল বার্যক্রম পরিচালিত হয়েছে।#
Leave a Reply