এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বন্ধন সোসাইটি হাজীপুরের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সি অধিবেশন অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন হয়।
সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ রেজা খাঁন বেহেশতীর সভাপতিত্বে ও মহাসচিব নাজমুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীপুর ইউপি সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোতাহের মেমোরিয়াল একাডেমীর অধ্যক্ষ এম এ মুহিত,।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ দিগন্ত অনলাইনের সম্পাদক শেখ নিজামুর রহমান টিপু , প্রাচীনতম কুলাউড়া জাতীয় তরুণ সংঘের সহ-সভাপতি শফিক মিয়া আফিয়ান, সাংবাদিক সাইফুল আলম, বন্ধনের উপদেষ্টামন্ডলীর সদস্য হাজী মোঃ সাইফুদ্দিন, নাদির আহমদ, ইঞ্জিনিয়ার এমদাদুর রহমান, জুবায়ের আহমদ জুবেল, প্রমুখ৷
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের হাছিব আহমদ, আব্দুল সামাদ তানভীর, রায়হান আহমদ ইমন, রেদওয়ান অভি, মুস্তাকিম আহমদ, তানমভীর হোসাইন বাবলু, আল আমিন, সাইফুর রহমান সুজন, আব্দুল মুয়ীদ, জিহাদুল ইসলাম, রায়হান আহমেদ ইমন, রিমন আহমদ, কয়ছর আহমদ, ফারজান আহমদ, শিপ্লু দেবনাথ, সাকিব আহমদ, সিংকু পাল, মামুনুর রশিদ, শহীদ আলী, রোহেনা আক্তার, রায়হান আহমদ, মদরিছ আলী, আরিফুর রহমান আলিক, ইনামুল হক, মাহমুূদা জান্নাত মাহা, জুমা বেগম, খালেদ আহমদ, হাসান আহমদ, মোজাহিদ আলী, সালমান আহমদ।
সম্মেলন শেষে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে গোপন ভোটের মাধ্যমে সংগঠনের কাউন্সিল হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ নিজামুর রহমান টিপু, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ এম এ মুহিত, নাদির আহমদ, ইঞ্জিনিয়ার এমদাদুর রহমান এবং জুবায়ের আহমদ জুবেল।
কাউন্সিলে আগামী ২ বছর জন্য ৫১ বিশিষ্ট কার্যকারী পরিষদ গঠন করা হয়। সংগঠনের চেয়ারম্যান পদে পুনরায় মোহাম্মদ রেজা খাঁন বেহেশতী, মহাসচিব পদে রেদওয়ানুল কালাম অভি ও সাংগঠনিক সচিব পদে মুস্তাকিম আহমদ চৌধুরী নির্বাচিত হোন।
অন্যান্য পদের যারা নির্বাচিত হয়েছেন, সিঃ ভাইস চেয়ারম্যান হাছিব আহমেদ,ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ তানভীর, ভাইস চেয়ারম্যান রায়হান আহমেদ ইমন, সিঃ যুগ্ম মহাসচিব তানমভীর হোসাইন বাবলু, যুগ্ম মহাসচিব রবিউল ইসলাম রিমন, যুগ্ম মহাসচিব শানুর আহমদ, যুগ্ম মহাসচিব আরিফুর রহমান আলিক, যুগ্ম সাংগঠনিক সচিব রোমানা রহমান, যুগ্ম সাংগঠনিক সচিব রায়হান আহমদ, যুগ্ম সাংগঠনিক সচিব আব্দুল মুয়ীদ, অর্থ সচিব সাইফুর রহমান সুজন।
প্রচার ও প্রকাশনা সচিব জিহাদুল ইসলাম, যুগ্ম প্রচার ও প্রকাশনা সচিব খালেদ আহমদ, দপ্তর সচিব রুমন সুত্রধর, উপ-দপ্তর সচিব ইনামুল হক, সমাজকল্যাণ সচিব আল আমিন হোসেন, যুগ্ম সমাজকল্যাণ সচিব কয়ছর আহমদ, যুগ্ম সমাজকল্যাণ সচিব বদরুল ইসলাম মদরিছ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সচিব মুন্তাকিম আহমেদ খোকন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সচিব শিপ্লু দেবনাথ, যুগ্ম সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সচিব সিংকু পাল, যুগ্ম সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সচিব শহীদ আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব সালমান আহমদ, যুগ্ম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব ইসলাম আহমদ।
আন্তর্জাতিক বিষয়ক সচিব আব্দুল কাইয়ুম, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সচিব সাইফ আহমদ, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সচিব আলী হোসেন, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সচিব আলী শাহান, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সচিব রায়হান আহমদ, ধর্ম বিষয়ক সচিব (ইসলাম) হাসান আহমদ, ধর্ম বিষয়ক সচিব (সনাতন) হৃদয় পাল, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সচিব জুমা বেগম, ক্রীড়া বিষয়ক সচিব মামুনুর রশিদ, যুগ্ম ক্রীড়া বিষয়ক সচিব সাকিব আহমদ, মহিলা বিষয়ক সচিব মাহমুদা জান্নাত মাহা, যুগ্ম মহিলা বিষয়ক সচিব রুহেনা আক্তার, ত্রান ও পূনর্বাসন বিষয়ক সচিব মোজাহিদ আলী, ছাত্রকল্যাণ সচিব ফারজান আহমদ।
সম্মানিত সদস্যবৃন্দ, মোঃ মঈনউদ্দীন হোসেন, আবু বকর সিদ্দিক, মাহবুবুর রহমান মিছবা, নাইম বক্স, নাজমুল হাসান শিমুল, শাহরিয়ার রহমান, জসিম উদ্দীন, রেদওয়ানুর রহমান, মাহিদুল ইসলাম কামিল, জামাল উদ্দীন।#
Leave a Reply