নিউজ ডেস্ক:-কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলাকে ১০ দিন ব্যাপি গ্রামভিত্ত্বিক অস্তবিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণ প্রদান করেছে উপজেলা আনসার ভিডিপি। উপজেলার বরমচাল সিগুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ প্রদান করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী। বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইটের সভাপতিত্বে ও প্রশিক্ষক আনোয়ার হোসেনেরন সঞ্চালনয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সালমা বেগম, সিগুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপাসিন্ধু চক্রবর্তী, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল জহুর, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, বরমচাল ইউনিয়ন পরিষদের সদস্য শামীম আহমদ, মহিলা সদস্য সেফালি বেগম ও রোজিনা বেগম প্রমুখ।
Leave a Reply