এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়ায় গরুর ঘাস কাটা নিয়ে প্রতিপক্ষের দায়ের আঘাতে এক কিশোর আহত। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিরাজপুর সরকারী দিঘির পারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আহত কিশোরের বাবা কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, হাজীপুর এলাকার রুমান মিয়ার ছেলে মান্না মিয়া (১৬) গরুর ঘাস কাটতে সিরাজপুর সরকারী দিঘির পারে গেলে প্রতিপক্ষ মাহতাবপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে শরীফ আলীর সাথে ঘাস কাটা নিয়ে তর্কবিতর্ক হয়। পরে শরীফ আলীর হাতে থাকা দা দিয়ে কিশোর মান্নার মাথায় আঘাত করলে ডান হাতে ছেদ লেগে গুরুতর আহত হয়। এ সময় প্রতিপক্ষের সাথে থাকা হাজীপুরের সিদ্দেক আলীর ছেলে মোস্তফা আলী ও পাবই গ্রামের হাছমত আলীর ছেলে ইউনুছ আলী কিশোরকে এলোপাথারী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করছে বলে অভিযোগ করেন আহত কিশোরের বাবা। এ সময় স্থানীয় লোকজন আসলে প্রতিপক্ষ পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি থাকায় সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়।
প্রতিপক্ষ শরীফ আলীর গংদের সাথে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আহত কিশোরের বাবা রোমান মিয়া জানান, সামান্য ঘাস কাটা নিয়ে আমার ছেলেকে জানে মারার জন্য প্রতিপক্ষ মারছে। এ ঘটনায় তিনজনকে আসামী করে থানায় অভিযোগ দিয়েছি। বর্তমানে আমার ছেলে আমার ছেলে ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
কুলাউড়া থানার অসি তদন্ত আমিনুল ইসলাম বলেন, তদন্ত সাফেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে। #
Leave a Reply