এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমি মাসিক সভা অনুষ্ঠিত। ১৭ ডিসেম্বর শুক্রবার কৌলাস্থ একাডেমির স্থায়ী কার্যালয়ে একাডেমির পরিচালক অধ্যক্ষ মহিবুর রহমান বুলবুলের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন একাডেমির কোষাধ্যক্ষ কাবুল পাল, সিলেট বিভাগের রিজিওনাল কোচ মোঃ টিপু।
সভার এক পর্যায়ে মোঠো ফোনে সংযুক্ত হয়ে দিঘ নির্দেশনা মূলক আলোচনায় অংশ নেন একাডেমির প্রতিষ্ঠাতা এমাদুল মান্নান চৌধুরী তারহাম। পর্যায় ক্রমে একাডেমির সদস্য শফিক মিয়া আফিয়ান, বাবরু আহমেদ, খন্দকার আফজাল, সুহেল আহমেদ, জাহাঙ্গীর আলম সুমন, নাজমুল বারী সোহেল এবং জেলা কোচ জামান আহমেদ প্রমুখ।
উল্লেখ্য: অফিস কার্যক্রম শুরু ও একাডেমির খেলোয়াড়দের মান উন্নয়নের লক্ষ্যে ও একাডেমি কাপ টূর্নামেন্টের সফলতা সহ সার্ভিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply