এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসের শুরুতে রাত ১২টা ১মিনিটে কুলাউড়া শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্ব-স্ব কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রশাসনের পুস্পার্ঘ অর্পণ শেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংঘটনের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণ সম্পন্ন করা হয়। সকাল ৭টায় ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে প্রভাতফেরী শহর প্রদক্ষিণ করে।
পরে সকাল ১১টায় ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ প্রমুখ।#
Leave a Reply