এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার ০৪ মার্চ বিকেলে জয়পাশা গ্রামের সাহেব বাড়ী কেফায়েতিয়া হিফজুল কোরআন মাদ্রাসা মাঠে মেয়রকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়।
স্থানীয় কাউন্সিল জহিরুল আলম খসরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। মেয়র বলেন-‘আমি একটি নিঃশ্ব, ছন্দপতন পৌরসভার হাল ধরেছি। অনেক ঋন রয়েছে। তবুও আমার অবস্থান থেকে আপনাদের হয়ে কাজ করছি।’
সরকারের নানামুখী উন্নয়নের চিত্র তুলে ধরে মেয়র বলেন- ‘আমার নির্বাচনী ইশতেহার ছিলো এই গ্রামের উন্নয়ন করবো, শহরের আধুনিকতার স্পর্শ লাগাবো। আমি সেই স্বপ্ন নিয়ে কাজ করছি। আমার সারথি আপনারা। আপনাদের কষ্টগুলো সাধ্যমতো লাঘব করার চেষ্টা করছি। তবে একটু সময় লাগবে।’
শহরের নানা সমস্যার কথা তুলে ধরে মেয়র বলেন- ‘আপনাদের গ্রামের নিরাপদ পানির ব্যবস্থার জন্য আমরা প্রকল্প হাতে নিয়েছি। সুইচ গেইট করে হচ্ছে। ইনশাআল্লাহ রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসলে এই গ্রামের গ্যাসের ব্যবস্থা করে দেওয়া হবে।’
অনুষ্ঠানে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু’র পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, পৌর আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলী, মনসুর আহমদ চৌধুরী, খালেদ পারভেজ বখস, সাবেক কাউন্সিলার মতিউর রহমান মতই, পৌর সভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলার হারুন রশীদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাহাম রুমেল, স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম মিন্টু, জামিল উদ্দিন নাহিদ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন, ক্বারী ইমন আহমেদ।#
Leave a Reply