এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামে ২৬ মার্চ শনিবার টিলার মাটি চাপা পড়ে ৩ মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সবাই ইসলামনগর গ্রামের বাসিন্দা। এঘটনায় এলাকায় মোকের মাতম চলছে।
নিহতরা হলেন- আব্দুস সালামের পুত্র নাহিদ আহমদ (১৪), তছিবুর রহমানের পুত্র সুমন আহমদ (১৫) ও আব্দুল করিমের পুত্র কবির হোসেন (৯)।
নিহত নাহিদ আহমদ ও সুমন আহমদ স্থানীয় সাইফুল তাহমিনা আলিম মাদরাসার ৬ষ্ঠ ও ৮ম শ্রেণিল ছাত্র এবং কবির হোসেন বদরুল নুরুল ইবতেদায়ী মাদরাসার ৩য় শ্রেণির ছাত্র।
ভাটেরা ইউনিয়নের মেম্বার বদরুল ইসলাম ও নিগতদের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ২৬ মার্চ থাকায় নিহত ৩ জন মিলে দুপুর আনুমানিক ১২ টায় ভাটেরা রাবার বাগানের একটি টিলার গর্তে পাখির ছানা ধরতে যায়। এসময় টিলার মাটি ধ্বসে তাদের উপর পড়ে যায়। মুলত সকালে বৃষ্টি হওয়ায় টিলার মাটি কিছুটা নরম ছিলো।
স্থানীয় লোকজন ওই ৩ শিশু গর্তে ঢুকতে দেখেন এবং মাটি চাপাকালে তাদের চিৎকারে এগিয়ে আসেন। শিশুদের পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজনের সহায়তায় মাটি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।#
Leave a Reply