বিশেষ প্রতিনিধি ::
কুলাউড়া হর্টিকালচার সেন্টারে বাংলাদেশ বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ আয়োজিত ‘বন্যপ্রাণির আবাসস্থল ও বনভুমি ব্যবস্থাপনা বিষয়ক ১০ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ সভা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে সাংবাদিক, শিক্ষক, বনপ্রহরী, বন্যপ্রাণী সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবী সদস্যসহ ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সমপনি সভায় স্বাগত বক্তব্য রাখেন বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা গোলাম সারোয়ার।
বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে এবং বন্যপ্রাণি ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনি ও সনদপত্র বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রধান বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি সাংবাদিক আজিজুল ইসলাম, যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রব। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক, ময়নুল হক পবন, কামরুল হাসান নোমান, পরিবেশকর্মী খোরশেদ আলম প্রমুখ।
প্রশিক্ষণের সমাপনী দিনে বন্যপ্রাণি সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের পটভূমি ও লক্ষ্য, বন্যপ্রাণি সংরক্ষণ প্রকল্পের আওতায় গৃহীত কার্যক্রম ও বন্যপ্রাণি সংরক্ষণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা ও বনবিভাগের বন্যপ্রাণি সংরক্ষণে স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্পৃক্ত করার উপায় নিয়ে প্রশিক্ষণ দেন বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম। ৯ম দিনে বাংলাদেশের ছোট মাংশাসী স্তন্যপ্রায়ী প্রাণি প্রজাতির বর্তমান অবস্থা, বিস্তৃতি ও গুরুত্ব, হাওরাঞ্চলে স্তন্যপ্রায়ী বন্যপ্রাণীর পরিচিতি, অবস্থা ও বিস্তৃতি। সাইন-সিম্পটম দেখে এদের চেনার উপায়। প্রকৃতিতে এদের প্রয়োজনীয়তা ও সংরক্ষণের গুরুত্ব। ক্যামেরা ট্র্যাপিং কি? বন্যপ্রাণী গবেষণায় এর ব্যবহার ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ও বন্যপ্রাণী গবেষক মুনতাসীর আকাশ। ৪র্থ দিনে বন্যপ্রাণী কি? বন্যপ্রাণীর প্রকারভেদ, বাংলাদেশের বন্যপ্রাণির বর্তমান অবস্থা ও বিস্তৃতি এবং আন্তর্জাতিক অবস্থার চিত্র, বন্যপ্রাণী ব্যবস্থাপনা কি? বন্যপ্রাণি ব্যবস্থাপনার পদ্ধতি, বন্যপ্রাণি সংরক্ষণের গুরুত্ব ও ৫ম দিনে স্তন্যপ্রায়ী বন্যপ্রাণির পরিচিতি; বর্তমান অবস্থা, বিস্তৃতি, আবাসস্থল এবং বিলুপ্তির সম্মুখীন স্তন্যপ্রায়ী প্রজাতি ও এদের সংরক্ষনের উপায় ও গুরুত্ব নিয়ে প্রশিক্ষন দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আব্দুল আজিজ। ২য় দিনে বন্যপ্রাণি অপরাধ কি? বন্যপ্রাণি অপরাধের আন্তর্জাতিক চিত্র, বন্যপ্রাণি ব্যবসার ধরণ ও প্রতিকারের উপায়, ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের লক্ষ্য, উদ্দেশ্যে ও কার্যক্রম, বন্যপ্রাণি অপরাধের হটস্পট সমূহ, বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে সেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে প্রশিক্ষণ দেন বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিচালক এএসএম জহির উদ্দিন আকন ও সাপের পরিচিতি, বিষধর সাপের প্রজাতি, বিষধর সাপ চেনার উপায়, সর্পদংশন ও দংশন পরবর্তী করণীয়, বর্জনীয় ও প্রতিকার, নিশাচর বন্যপ্রাণী কি? বাংলাদেশের নিশাচর বন্যপ্রাণির বর্তমান অবস্থা, প্রয়োজনীয় আবাসস্থল, হুমকির কারণ ও সংরক্ষনের উপায় নিয়ে প্রশিক্ষন দেন শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারের হারপেটোলজিস্ট মো. সোহেল রানা।#
Leave a Reply