এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া পৌরসভার জন্য পৌরসভা উন্নয়ন পরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে ‘পৌরসভা ভিশনিং’ নামক এক মতবিনিময় সভা ১৮ এপ্রিল সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। এসময় উপস্থিত ছিলেন এলজিইডি সদর দপ্তরের আঞ্চলিক সমন্বয়কারী খন্দকার হাফিজুর রহমান ও আবুল ফজল জাহাঙ্গীর, ক্যাপাসিটি ডেভোলপমেন্ট অ্যাসোসিয়েট পিয়াল হাসান, ছাতক পৌরসভার ক্যাপাসিটি ডেভোলপমেন্ট অ্যাসোসিয়েট মো: নুরে আলম সিদ্দিকী, কিশোরগঞ্জ পৌরসভার ক্যাপাসিটি ডেভোলপমেন্ট অ্যাসোসিয়েট শামীম মিয়া।
সভায় প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিশিষ্ট রাজনীতিবিদ খন্দকার লুৎফুর রহমান, পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম এনাম, জাসদ নেতা মইনুল ইসলাম শামীম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখইসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নাগরিকবৃন্দ।
সভায় পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, এই প্রকল্পের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে আধুনিক প্রযুক্তি ও সুপরিকল্পিত নগরায়নের মাধ্যমে কুলাউড়া পৌরসভায় পর্যাপ্ত প্রশস্ত ড্রেন, রাস্তা, ফুটপাত, সুপেয় পানি, সড়ক বাতি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা, সৌন্দর্য বর্ধন, বিনোদনসহ পৌরপার্ক, বর্জ্য অপসারণের জন্য ডাম্পিং স্টেশন, বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল, পৌর সুপার মার্কেট, আধুনিক কসাইখানা, সকল প্রকার আধুনিক ভৌত অবকাঠামো বাস্তবায়নের মাধ্যমেচলমান বিশ্বায়নের সাথে সংগতি রেখে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র ও মাদকমুক্ত, ইভটিজিং মুক্ত, অটিজমসেবাসহ পরিবেশ বান্ধব ডিজিটাল ও মডেল হিসেব গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply