এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মিসবা্হুর রহমান বলেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে লাভ নেই, যদি শিক্ষার গুণগত মান নিশ্চিত না করা হয়। কতজন মেডিকেল কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে। কিন্তু ফলাফলের দিকে তাকালে দেখা যায় জিপিএ ৫ পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা কম নয়। শিক্ষার গুনগত মান নিশ্চিত করতে পারলেই সুশিক্ষায় শিক্ষিত একটি জাতি পাবো।
তিনি ১৬ মে সোমবার কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পৌর একাডেমির ভূমিদাতা মাহমুদ আব্দুল মালিককে দেয়া সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও কাউন্সিলার মঞ্জুরে আলম চৌধুরী খোকনের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন ভুমিদাতা মাহমুদ আব্দুল মালিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, শাবিপ্রবি শিক্ষক ড. মো. গোলাম আলী হায়দার, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম প্রমুখ।#
Leave a Reply