কুলাউড়ায় ভূমিহীন-গৃহহীন পুনর্বাসন প্রক্রিয়া যাচাই বিষয়ক সভা
কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণির ) পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া যাচাই বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে সোমবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আখতার। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খান সুইট, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, সাংবাদিক মিন্টু দেশোয়ারা, সাইদুল হাসান সিপন প্রমুখ।
জানা যায়, কুলাউড়া উপজেলায় বর্তমানে ৫২৩ টি ভূমি ও গৃহহীন পরিবার রয়েছে। এর মধ্যে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের (ক শ্রেণির) আওতায় উপজেলার ভাটেরা, বরমচাল, হাজীপুর, শরীফপুর, কর্মধা, পৃথিমপাশা, রাউৎগাঁও ও জয়চন্ডী ইউনিয়নে ৩২৩ টি পরিবারকে ভূমিসহ গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। বাকি ২০০ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে পর্যায়ক্রমে সরকারি খাস জমি উদ্ধারের মাধ্যমে গৃহ নির্মাণ করে দেওয়া হবে। ইতোমধ্যে আরো ১১৩টি ঘরে কাজ চলমান রয়েছে। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন, ইউপি সচিব ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply