এইবেলা, কুলাউড়া :: যুক্তরাষ্ট্রে বসবাসরত কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সি – ইউএসএ এর পক্ষ থেকে কুলাউড়ায় বন্যাকবলিত মানুষের মধ্যে খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে। ৮ জুলাই (শুক্রবার) বিকেলে দক্ষিণবাজার অংকুর কিন্ডার গার্টেন স্কুলে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অংকুর কিন্ডার গার্টেনের পরিচালক আবু সাদেকের সভাপতিত্বে এবং গণমাধ্যমকর্মী সাইদুল হাসান শিপন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী। বক্তব্য রাখেন দা ডেইলি স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা।
এ সময় উপস্থিত ছিলেন ডাঃ সাইদ এনাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান, শেড অব নেচারের শেখর কমিটির সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, মতিউর রহমান সোহেল, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সিবিল ইন্জিনিয়ার জাকিরুল ইসলাম জাকারিয়া, ইয়াসির আহমদ সোহান, নাজের আহমদ ফাহাদ, রাজু আহমদ, ইফতেকাব সাদেকসহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেড় শতাধিক পরিবারের হাতে খাদ্য সহয়তা তুলে দেওয়া হয়। খাদ্য সহয়তার মাঝে ছিলো চাল, ডাল,তেল, আলু, ,পিয়াজ, সেমাই,চিনি,। খাদ্য সহয়তা পেয়ে বন্যার্ত মানুষেরা খুশিমনে বাড়ি ফিরছে।#
Leave a Reply